0
0
Read Time:1 Minute, 28 Second
বিনোদন প্রতিবেদক : আসছে ১৯ সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান শাহর জন্মদিন। দিনটিকে স্মরণ করে তার অভিনীত ‘ কেয়ামত থেকে কেয়ামত ছবির ‘ও আমার বন্ধু গো ” গানটি কভার সং করেছেন সাংবাদিক / অভিনেতা আহমেদ সাব্বির রোমিও এবং কুমিল্লা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের ছাত্রী কন্ঠ শিল্পী জান্নাতুল ফেরদৌস সাথী।নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন কম্পোজার এ অার সরোয়ার। গানটির মূল কন্ঠ শিল্পী রুনা লায়লা ও অাগুন ।সালমান শাহ’র জন্মদিনের আগের রাতে ১৮ সেপ্টেম্বর ” এস নুর মাল্টি মিডিয়া”র ব্যানার থেকে গানটির ভিডিও প্রকাশ করা হবে। গানটির ভিডিও পরিচালক ও মডেলদের নাম গানটি চিত্রায়নের সময় জানিয়ে দেয়া হবে।”ও আমার বন্ধু গো “গানটির মূল সুরটি ঠিক রেখে সংগীতায়োজন করা হয়েছে উল্লেখ করে কম্পোজার এ আর সারোয়ার বলেন, “যদি গানটি শ্রোতাদের একটু ভালো লাগে আমার শ্রম সার্থক হবে।”