সিঙ্গাপুরে দীপাবলী কনসার্টে হৈমন্তী

0 0
Read Time:1 Minute, 43 Second

শোবিজ ডেস্ক:গুণী ও জনপ্রিয় গায়িকা হৈমন্তী আজ সকালের ফ্লাইটে সিঙ্গাপুর গিয়েছেন। সঙ্গে তার স্বামী অসীমও আছেন। সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলা নিউজপি প্রতিবেদককে হৈমন্তী জানান, সেখানে তিনি যাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলী উৎসবের কনসার্টে অংশগ্রহণ করবেন।হৈমন্তী বলেন, সিঙ্গাপুরের সরকারী সংগঠন জেটিসি এর আমন্ত্রণে আমি সেখানে যাচ্ছি। আগামী, ২৮ এবং ২৯ অক্টোবর তিনটি কনসার্টে আমি গান গাইবো। এর মধ্যে দুটি কনসার্টে গাইবো জুরং টাউন সেন্টারের আমন্ত্রণে। ওখানে আমার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি হারানো দিনের হিন্দী, বাংলা এবং আমাদের লোকগান গাইবো আমি।জানা গেছে, সিঙ্গাপুরের এই দীপাবলী কনসার্টে একমাত্র বাংলাদেশী কণ্ঠশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন সুরেলা কন্ঠের গুণী গায়িকা হৈমন্তী। তিনি জানান, সিঙ্গাপুর থেকে ৩১ অক্টোবর দেশে ফিরে আসবেন। স্টেজ শোর শ্রোতা ও দর্শকপ্রিয় গায়িকা হৈমন্তী এই প্রতিবেদককে বলেন, দেশে ফিরে আসার পর নভেম্বরে আমেরিকা যাচ্ছি শো করতে। এছাড়া বর্তমানে আমার নতুন গান তৈরির কাজেও আমাকে সময় দিতে হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %