সিনেমা মুক্তির আগেই ১৫ কোটি রুপি আয়

0 0
Read Time:2 Minute, 33 Second

সিনেমাটির প্রথম পর্ব হৃদয় ছুঁয়ে গেছে দর্শক মহলে। আর এ কারলেই ‘চ্যাপ্টার টু’ দেখার জন্য অধির আগ্রহে আছেন দর্শকরা। অবশেষে এই অপেক্ষার অবসান ঘটতে চলছে। আসছে ১৪ এপ্রিল একসঙ্গে ৬ হাজার হলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ- চ্যাপ্টার ২’।

সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করছেন উৎসুক দর্শকরা, যার মূল্য ৭ কোটি রুপিরও বেশি। ধারণা করা হচ্ছে মুক্তির আগের দিন পর্যন্ত অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করতে পারবে সিনেমাটি। 

গেলো ২৭ মার্চ রাতে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়। ঘণ্টা না পেরুতেই প্রায় ২ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেন। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নেটিজেনদের প্রতিক্রিয়া। 

এর আগে ‘কেজিএফ’ প্রথম চ্যাপ্টারে দেখা যায়, রকি নামের এক যুবক তার মৃত মাকে দেয়া প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে প্রচুর টাকা ও ক্ষমতা অর্জনের চেষ্টা করতে থাকে। এক সময় সে মুম্বাইয়ের গোল্ড মাফিয়ার সঙ্গে জড়িয়ে যায়। এরপর সাধারণ রকি থেকে ‘রকি ভাই’ হয়ে ওঠার গল্প দেখতে পান দর্শকরা। দ্বিতীয় কিস্তিতে এই গল্পেরই পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহ দেখানো হবে।

জানা গেছে, নতুন কিস্তি নিয়ে দর্শকের উন্মাদনা এতোটাই বেশি যে, সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা ইয়াশের ভক্তদের একটি গ্রুপ।

প্রসঙ্গত, ‘কেজিএফ- চ্যাপ্টার ২’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *