সিলেটের জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের আসামপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
নিহত নারীর নাম রাহেনা বেগম (৭০)। তিনি জৈন্তাপুর উপজেলা সদরের আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আসামপাড়া গ্রামের মো. কবির (৪৫), মনির উদ্দিন (৩৫) ও হাফিজ রহমান (৫০) এবং লক্ষ্মীপুর গ্রামের কুলসুমা বেগম (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জৈন্তাপুর বাজারের দিকে যাচ্ছিল। আসামপাড়া মসজিদ–সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নিহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ট্রাক আটক করে রাখেন এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এদিকে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরে পুলিশ বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দুর্ঘটনাকবলিত দুটি যান তামাবিল হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।