সুপারস্টার ওমর সানী ফ্যানক্লাবের ৩য় বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0 0
Read Time:3 Minute, 9 Second

 

স্টাফ রিপোর্টারঃ সুপারষ্টার ওমর সানী ফ্যানক্লাব’র তৃতীয় বার্ষিক সম্মেলন ও কার্যকরী পর্ষদের নির্বাচন শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছেরাজধানীর সেগুন বাগিচাস্থ রয়েল রেস্টুরেন্ট এন্ড পার্টি হাউজ সেন্টারে সুপারষ্টার ওমর সানী ফ্যানক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।সংগঠনের প্রধান উপদেষ্টা জিএম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক ওমর সানী। প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়িকা প্রিয়দর্শিণী আরিফা জামান মৌসুমী।অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা, একা, নিশাত, স্বপ্না, খল অভিনেতা শিবা শানু, অভিনেতা মোজাম্মেল হোসাইন, সাপ্তাহিক দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহদী, মানবজমিনের বিনোদন সাংবাদিক কামরুজ্জামান মিলু, ব্যাংকার মনজুরুল আলম টিপু, এপেক্স সাঈদ আহসান ও সাবেক সাধারণ সম্পাদক কিরণ খান।এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সদস্য সারোয়ার হোসেন, রাসেল আমীর, আজিজ আহম্মেদ, জিয়া চৌধুরী, এসকে সুমন, সাংবাদিক হোসনে মোবারক নিশাত, মোঃ জালাল, এম ডি রানা, সাংবাদিক ওয়াসীম রানা, সাংবাদিক বশির আহম্মেদ, ফারুক সানী, হিরা সানী, সাগর বিশ্বাস, সালাউদ্দীন বিশ্বাস, পিয়াস আফ্রিদী, শহীদুল ইসলাম খোকন, আনিছুর রহমান মিঠু, ইয়ামিন সানী, আহসান হাবিব মিলল, আল আমিন কাতার, সোহান খান, নূরুল আমিন, সাথী আক্তার, আসাদুজ্জামান উজ্জল প্রমূখ।অনুষ্ঠানে সুপারস্টার ওমর সানী ফ্যান ক্লাবের কার্যকরী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২১ জন প্রতিনিধি নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন সৌদি প্রবাসী রুহুল আমিন কিরণ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি ও চীফ এ্যাডমিন রুহুল আমিন কিরন। উপস্থাপনায় ছিলেন জিতু শেখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %