শোবিজ ডেস্ক:বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম নায়ক শাকিব খান।অক্লান্ত পরিশ্রম আর বক্স অফিস সাফল্য দিয়ে প্রায় এক যুগ ধরে যিনি ঢালিউড সাম্রাজ্যের সিংহাসনে বসে আছেন তিনি।আজ ২৮ মার্চ, তার জন্মদিন।তাকে বর্তমানে ঢালিউড সাম্রাজ্যের কিং বলা হয়। শুধু ঢাকাই সিনেমা নয়,ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রাজার মতোই দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান।এ নায়কের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে ঢাকাই সিনেমা। তাই তো তিনি এরই মধ্যে সুপারস্টারের খেতাবও পেয়েছেন। তবে বহু চড়াই-উৎরাই পেরিয়ে তাকে এ খেতাব অর্জন করতে হয়েছে।১৯৯৯ সালে আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান।তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। প্রথম সিনেমাতেই সফলতা পান তিনি। কিন্তু সে সফলতাকে পুঁজি করে পথ চলাটা তার জন্য সহজ ছিল না। সময়ের পরিক্রমায় আজ তিনি দেশের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেতা।ক্যারিয়ারে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। ২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান।২০১২ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৫ সালে ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমার জন্যও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।।প্রতি বছর জন্মদিনটি তিনি বেশ ঘটা করেই উদযাপন করেন।দিনভর ভক্ত ও শুভাকাংখীদের সঙ্গেই সময় কাটে তার।জন্মদিনে পরিচালক অনন্য মামুনের পরিচালনায় ‘নবাব এলএলবি’ নামের ঈদের সিনেমার শুটিং শুরু শুরু করার কথা ভেবেছিলেন শাকিব। কিন্তু দেশের করোনা পরিস্থিতে সিনেমার শুটিং স্থগিত করেছেন শাকিব খান।শাকিব খান বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বজুড়ে আতঙ্ক চলছে। বাংলাদেশও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতে ঘটা করে জন্মদিন পালন করা সাজে না।এছাড়া জন্মদিনের দিন নতুন ঈদের সিনেমার শুটিং শুরু করার কথা ছিল যা আপাতত বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির শুটিং শুরু করব।’শকিব আরও বলেন, ‘জরুরি কাজ ছাড়া আমি বাইরে যাচ্ছি না। ভক্ত ও দর্শকের নিকট আমার চাওয়া, নিয়ম মেনে সবাই যেন নিরাপদে থাকেন।’শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন।শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার।
এরপর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন।
শাকিব খান অভিনীত ছবির মধ্যে অন্যতম- ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘সবার উপরে প্রেম’, ‘নয়ন ভরা জল’, ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘দাদীমা’, ‘১ টাকার বউ’, ‘সন্তান আমার অহংকার’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘কোটি টাকার প্রেম’, ‘মাটির ঠিকানা’, ‘কিং খান’, ‘মনের জ্বালা’, ‘আদরের জামাই’, ‘বস নাম্বার ওয়ান’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘নিষ্পাপ মুন্না’, ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘শিকারি’, ‘রানা পাগলা’, ‘সম্রাট’, ‘ক্যাপ্টেন খান’, ‘বসগিরি’, ‘আমি নেতা হব’,’চালবাজ’, ‘নাকাব’,’নোলক’,’মনের মত মানুষ পাইলাম না’,’পাসওয়ার্ড’, ‘বীর’,’শাহেনশাহ’।