সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে বিয়ে করার সময় প্রতারক গ্রেফতার

0 0
Read Time:2 Minute, 33 Second

অনলাইন ডেস্কঃ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে বিয়ে করার সময় ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট এলাকা থেকে রোববার জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবন নামে এক প্রতারককে বিয়ের আসর থেকে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন জানান গোপন সুত্রে আমরা জানতে পারি এক ব্যক্তি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামের একটি মেয়েকে বিয়ে করছে। তার আচার আচারন স্থানীয় জনসাধারণের কাছে সন্দেহ জনক হলে তারা পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ বিয়ের আসর থেকে তাকে আটক করে। জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবনের কাছ থেকে পুলিশ সেনা বাহিনীর ব্যবহারকৃত সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার একটি পরিচয়পত্র উদ্ধার করেছে।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী অবিযোগ করেন,জীবন চৌধুরী ওরফে টিটন কখনো সেনা অফিসার ও র‍্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে ৪/৫ বিয়ে করেছেন। প্রেমের ফাঁদে ফেলে অনেক মেয়ের জীবনও সে নষ্ট করেছে। বর্তমানে তার একটি ছেলে সন্তানও আছে। ঝিনাইদহ সদর থানা ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জীবন চৌধুরী টিটন ওরফে শ্রাবন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণা কাজের সাথে জড়িত। তার নামে ২০১১ সালে মহেশপুর থানায় ৩২৪, ৩২৬.৩০৭, ৫০৬, ১১৪, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও ২০১২ সালে দুইটিসহ মোট ৩ টি মামলা রয়েছে।

সম্পর্কিত খবরঃ

বিয়ে করে বিপদে-অভিনেতা সজল

বাবা গাড়িচালক, মেয়ে ম্যাজিস্ট্রেটের পরিচয়ে ১২ টি বিয়ে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %