সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো: মায়া

0 0
Read Time:2 Minute, 51 Second

সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে নামবে বলে বিরোধী দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রবিবার (১৫ অগাস্ট) বিকালে নগর ভবন প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক হুমকি-ধমকি প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ওরা বলে, আওয়ামী লীগ দৌঁড়ায়ে জায়গা পাইবো না। আমগো বঙ্গোপসাগরে ফালায়া দেবে। আমাদের পিঠের চামড়া নাকি রাখবো না। কত বড় কথা? আরে ব্যাটা এই মাসটা যাক। আগস্ট মাস শোকের মাস। এই মাসটা যাক। সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো। দেখি, কেমন ব্যাটা তোমরা। হ্যাডম থাকলে মাঠে আইসো।’

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দুইটা নিয়া বইয়া থাকেন। কোথায়? এই প্রেস ক্লাবে আর পুরানা পল্টনে। এই দুই জায়গা থেকে বাইর হইতে পারেন না। একই মাল, একই জিনিস, একই নাম।’

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু (এখনও) আছে। এই ষড়যন্ত্র ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। একটার পর একটা অঘটন ঘটিয়েছে। ওরা কিন্তু তৎপর। সাপ কিন্তু মরে না, যতক্ষণ পর্যন্ত না তাকে পুরোপুরি না মারবেন। লেজে পাড়া দিয়া ছাড়তে নাই। এই সাপকে (ষড়যন্ত্রকারীদের) চিরতরে মারতে হবে। যেন বার বার ষড়যন্ত্র করে মানুষ হত্যা করতে না পারে।’

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *