বিক্রি শুরুর মাত্র চার ঘণ্টার মধ্যেই কনসার্টের টিকেট শেষ হয়ে যায়
র্যাপ তারকা নিকি মিনাজ সৌদি আরবে তার কনসার্ট বাতিলের পর সেই কনসার্টে পারফর্ম করলেন সঙ্গীত শিল্পী জ্যানেট জ্যাকসন। কনসার্টে আরও অংশগ্রহণ করে ব্রিটিশ তারকা লিয়াম পেইন, আমেরিকান সঙ্গীত শিল্পী ক্রিস ব্রাউন ও ফিফটি সেন্টের মতো র্যাপাররাও।
‘জেদ্দা ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভাল ‘ শিরোনামে এই কনসার্টে এর আগে নিকি মিনাজের পারফর্ম করার কথা থাকলেও একটি মানবাধিকার সংস্থার অনুরোধে পরে সেই কনসার্ট তিনি বাতিল করেন।
গত বছর সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর দেশটির সরকার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার শিকার হয়। এছাড়া বর্তমানে নারী অ্যাকটিভিস্টদের বিচারের আওতায় আনার পর মানবাধিকার সংস্থাগুলোও দেশটির সমালোচনা করছে।
এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ওই কনসার্টে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি লেখে।
নিকি মিনাজ তার কনসার্ট বাতিল প্রসঙ্গে জানান, জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফেস্টে তার উপস্থিতির খবরে মানুষের প্রতিক্রিয়ার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নারী ও সমকামিদের প্রতি তার সমর্থনের কারণে এসফর বাতিল করেছেন বলে জানান তিনি। নিকি মিনাজ মনে করেন, ধর্মীয় কট্টরপন্থী সৌদি আরবের অবস্থান এধরনের সমর্থনের বিপরীতে।
এদিকে নিকি মিনাজকে ছাড়াই অবশেষে কনসার্টটি সম্পন্ন করে কর্তৃপক্ষ। নিকি মিনাজের জায়গায় আমেরিকান সঙ্গীত শিল্পী জ্যানেট জ্যাকসন কনসার্টে যোগ দেন।
কনসার্টে দর্শকরা ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। বিক্রি শুরুর মাত্র চার ঘণ্টার মধ্যেই কনসার্টের টিকেট শেষ হয়ে যায়। টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় দর্শকরা দৌড়ে কনসার্টে প্রবেশ করছে।
জেদ্দা সিজন: সি অ্যান্ড কালচার এন্টারটেইনমেন্ট ফেস্টিভাল শিরোনামে ৬ সপ্তাহব্যাপী এই ইভেন্টের সমাপ্তি হয় কনসার্টের মাধ্যমে। শহরের পর্যটন শিল্পকে বৃদ্ধি করতে পারফর্ম, অনুষ্ঠান, রান্না বিষয়ক ইভেন্ট প্রভৃতির আয়োজন করা হয় এই ইভেন্টে।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টের কিছু ভিডিও সামাজিক গণমাধ্যমে ভক্তরা পোস্ট দেয়।