0
0
Read Time:1 Minute, 17 Second
ভারতসহ নতুন করে কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদফতর (জাওয়াজাত)।
১৬ দেশের মধ্যে ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইন্দোনেশিয়া, কঙ্গো, ইথিওপিয়া, লিবিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা রয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকরা আরব নয় এমন দেশে ভ্রমণ করতে চাইলে তাদের পাসপোর্টের বৈধতা অবশ্যই ছয় মাসের বেশি থাকতে হবে। এছাড়া আরব দেশগুলোর ক্ষেত্রে পাসপোর্টের বৈধতা তিনমাসের বেশি হতে হবে।
ভ্রমণে কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তা জানায়নি সৌদি সরকার।