স্টান্ট ম্যানিয়া’র গ্র্যান্ড ফিনালে দর্শক মুগ্ধতা ছড়ালেন বারিশ হক

0 0
Read Time:1 Minute, 7 Second

রিফাত রাহুল খাঁন: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল; উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হক। গত শুক্রবার ছিল বাংলাদেশের প্রথম মোটরসাইকেল বেইজ রিয়েলিটি শো ‘পালসার স্টান্ট ম্যানিয়া’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে হয়ে গেল এক বনাঢ্য অনুষ্ঠান।এনটিভিতে অনুষ্ঠানটি প্রচার হয় । আর এ অনুষ্ঠানে কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে বারিশহকসহ তাদের দল পারফর্ম করেছেন; যা দর্শকদের মুগ্ধতা ছড়িয়েছে। এ প্রসঙ্গে বারিশ হক জানান; বেশ চমৎকারভাবে পারফর্ম করার চেস্টা করছি। দর্শকদেরও ভীষণ সাড়া পেয়েছি। উল্লেখ্য; বারিশ হক শোবিজে বেশ ব্যস্ত সময় পার করছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %