স্ন্যাপচ্যাটে ইউজারনেম পরিবর্তন করবেন যেভাবে

0 0
Read Time:2 Minute, 2 Second

স্ন্যাপচ্যাটে এখন ইউজারনেম পরিবর্তন করা যাবে। এতদিন অ্যাপ থেকে ইউজারনেম পরিবর্তনের কোনো সুবিধা ছিল না। বহু প্রতীক্ষিত এই ফিচারটিই এবার নিয়ে এলো স্ন্যাপচ্যাট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকেই ইউজারনেম পরিবর্তন করতে পারবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা। নাম পরিবর্তনের এই ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে

স্ন্যাপচ্যাটে ইউজারনেম যেভাবে পরিবর্তন করবেন

– ইউজারনেম বদলাতে প্রথমেই আপনাকে স্ন্যাপচ্যাটে গিয়ে ডান দিকের উপরে কর্নারে বিটমোজি আইকনে ট্যাপ করতে হবে।

– এবার গিয়ার আইকনটি সিলেক্ট করুন।

– পরে ‘ইউজারনেম’ অপশনটি বেছে নিয়ে ‘চেঞ্জ ইউজারনেম’ অপশনে ট্যাপ করতে হবে

– এখান থেকেই আপনার ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। মনে রাখতে হবে, ইউজারনেম পরিবর্তন করলে কন্টাক্ট, মেমোরি বা অন্য কোনো অ্যাকাউন্ট ডিটেলের ওপরে প্রভাব পড়বে না।

ইউজারনেম পরিবর্তন ছাড়াও স্টোরেজে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে স্ন্যাপচ্যাট। ফলে ক্রিয়েটররা অর্থ উপার্জন করতে পারবেন। আপাতত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের ছোট্ট একটি গ্রুপে বিজ্ঞাপন দেখিয়ে মনিটাইজেশনের ফিচারটি টেস্ট করছে। শিগগিরই সব ব্যবহারকারীদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *