শোবিজ ডেস্ক:বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার মানুষ। আর বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তের সংখ্যা ৩৯ জন। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত। এমন কি বিচ্ছিন্ন করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। এছাড়াও বন্ধ করা হয়েছে সিনেমা হল, শুটিংসহ শোবিজ অঙ্গনের সব ধরনের কার্যক্রম।করোনাভাইরাস আতঙ্কে সবাই যখন ঘরে বসে আছেন, তখনো এফডিসিতে ঘুরে বেড়াচ্ছেন তারা।মরণব্যাধী এই ভাইরাসের কারণে ঘরে বসে থাকা চলচ্চিত্রের স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের সহযোগিতাম করার ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাত।মিষ্টি জান্নাত বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয়, কমেছে সিনেমা নির্মাণ, এ কারনে বেকার হয়ে পড়েছেন অনেক শিল্পী। অনেক শিল্পী ও কলাকুশলী অসচ্ছল হয়ে পড়েছেন। যে কারণে তাদের অবস্থা খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই।আমার যতটা সামর্থ রয়েছে, ততটা পাশে দাঁড়াতে চাই। আমি চাল,ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আমাদের এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও কলাকুশলীদের অন্য সংগঠন গুলোর মাধ্যমে তাদের খাবার পৌঁছে দেওয়া হবে। বিতরণের বিষয়টি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সঙ্গে কথা হয়েছে।তিনি বিতরণের বিষয়টি দেখবেন।এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,আমরা শিল্পী সমিতি ও অন্তত জলিল ভাই এবং মিষ্টি জান্নাত মিলে,দুই থেকে তিনশত খাবার প্যাকেট করার পরিকল্পনা আছে আমাদের। সেগুলো বিতরণ করা হবে শিল্পী সমিতির মাধ্যমে।এদিকে,গত বুধবার রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে মাস্ক, গ্লাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।যেহেতু করোনাভাইরাসের কারণে জনসমাগম নিষেধ করেছে সরকার। তাই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে মিষ্টি বলেন, ‘এখন সবার বাসায় সময় কাটনো উচিত। করোনাভাইরাস থেকে বাঁচার একটিইমাত্র উপায়। যে কারণে আপনাদের এফডিসিতে আসতে হবে না। আপনারা বাসায় থাকুন, খাবার পৌছে যাবে। এরই মধ্যে এফডিসির সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করছি। সবাই সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছেন। ১০০ মানুষকেও যদি ১০ দিনের খাবার পৌঁছে দিতে পারি তবে শিল্পী হিসেবে শান্তি পাব। আগামী দুদিনের মধ্যে অসচ্ছল শিল্পী ও কলাকৌশলীদের বাড়ি পৌছে দেব ইনশা আল্লাহ।
স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের পাশে মিষ্টি জান্নাত
Read Time:4 Minute, 0 Second