স্বাস্থ্যবিধি মেনে পার্লার চলছে: নিঝুম রুবিনা

0 0
Read Time:1 Minute, 45 Second

শোবিজ ডেস্ক :ঢাকার বনশ্রীতে অবস্থিত ‘রিফ্লেকশন’ শীর্ষক বিউটি পার্লারটি লকডাউনের শুরু থেকেই বন্ধ ছিলো।প্রায় দুই মাস বন্ধ থাকার পর নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফের চালু করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।গ্রামের বাড়ি গিয়ে লকডাউনে পড়ে যান। ঢাকায় ফিরে ব্যবসা চালু করলেও নিঝুম বাসাতেই আছেন। ঈদ উপলক্ষে পার্লার খোলার পর সব ধরণের সেবায় দিয়েছেন ৩০ শতাংশ ছাড়।করোনা মহামারিতে পার্লার চালু করা প্রসঙ্গে নিঝুম বলেন, আমার স্টাফদের কথা বিবেচনা করেই আমি পার্লারটি খুলেছি। সামনে ঈদ। তাদের বোনাস দিতে হবে। বেতন চালিয়ে নিতে হবে। ভাড়াসহ আনুষঙ্গিক খরচ আছে। এসব প্রয়োজন মেটাতেই পার্লার চালু করলাম। গ্রাহকদের সকল সেবায় ৩০ শতাংশ ছাড়ও দেয়া হচ্ছে।নিঝুম আরও বলেন, আমি বাসাতেই আছি। স্বাস্থ্যবিধি মেনে পার্লার চলছে। আমি সবকিছুতে নজর রাখছি।এদিকে নিঝুম জানান পার্লারের কর্মীদের বেতন লকডাউনেও দেয়া হয়েছে। পার্লার না খুললেও তিনি তাদের পাশে ছিলেন। সীমিত পরিসরে দোকান খোলার নির্দেশনা মেনে নিঝুম ব্যবসা চালাচ্ছেন বলে জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %