হতদরিদ্র ৫৩ মনূষের নামের পাশে চেয়ারম্যানের দ্রিভেরের ফোন নাম্বার

0 0
Read Time:2 Minute, 25 Second

 লালমনিরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্নমধ্যবিত্ত হতদরিদ্রদের আর্থিক সহায়তার জন্য করা তালিকায় ,ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।  তালিকায় হতদরিদ্র ৫৩ জনের নামের পাশে চেয়ারম্যানের গাড়িচালকের মোবাইল নাম্বার লেখা হয়েছে।

আবার ইউপি সদস্যের ছেলে ও ছেলের বউ এর নাম সহ মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে এই তালিকায় ।জানা গেছে লালমনিরহাটে আদিতমারী উপজেলার কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন এর নিজস্ব গাড়ি চালক সমীর উদ্দিনের মোবাইল নাম্বার ৫৩ জন দুস্থ মানুষের নামের পাশে ব্যবহার করা হয়েছে ।

এছাড়াও এই তালিকায় মৃত ব্যক্তির নাম রয়েছে এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের ছয় জন সদস্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ রয়েছে যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে তাই এই সুযোগ কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল এর নির্দেশে তার ড্রাইভার সমিরুদ্দিন নিজের মোবাইলের নাম্বারটি জুড়ে দিয়েছেন ৫৩ জন সুবিধাভোগীর নামের পাশে ।

জানা গেছে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা দিতে উপজেলা নির্বাহী অফিস অফিস কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্রদের পরিবারের তালিকা প্রস্তুত করতে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেয় ওয়ার্ড কমিটির মাধ্যমে তালিকা চূড়ান্ত করে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদের জমা দেওয়ার কথা কিন্তু চেয়ারম্যান ইউপি সদস্যদের কাছ থেকে তালিকা নিয়ে জমা দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %