বান্দরবানের রোয়াংছড়িতে এক নারীকে (৪৫) হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে শ্যামল তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, শনিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে শ্যামল বলেছেন, ওই নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর তাঁকে ধর্ষণ করেন তিনি।
গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে শ্যামল তঞ্চঙ্গ্যাকে উপজেলার চক্ষুলালপাড়ায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানার আদালতে হাজির করা হয় তাঁকে।
পুলিশ সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে শ্যামল বলেছন, ওই নারীকে একা পেয়ে জুমঘর থেকে তাঁকে একটি ঝিরিতে নিয়ে যান তিনি। এরপর দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তাঁকে ধর্ষণ করেন।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ওই নারীকে হত্যা ও ধর্ষণের অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়। তবে শ্যামল আদালতে বলেছেন, তিনি একাই ওই নারীকে হত্যা করেছেন।