0
0
Read Time:1 Minute, 11 Second
রাজধানীর হাতিরঝিলে একটি প্রাইভেটকারের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগেছে। এতে কারটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা খাতুন।
তিনি জানান, হাতিরঝিলের রাস্তায় থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ করেই আগুন ধরে যায়। তবে ওই সময় গাড়িতে কেউ ছিল না। ঘটনার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ইঞ্জিন তীব্র গরম হওয়ায় কারটির আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর ওই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।