0
0
Read Time:1 Minute, 22 Second
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলি হাদিসুর রহমানের মরদেহ এখনই দেশে ফিরিয়ে আনা হচ্ছে না। আজ রবিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু বিমান হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃতদেহ এখনই ফিরিয়ে আনা সম্ভব নয়। মন্ত্রী বলেন, বাংলাদেশী নাবিকের মরদেহটি বর্তমানে ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে তার মরদেহ দেশে আনা হবে।
এর আগে ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন