0
0
Read Time:1 Minute, 30 Second
শোবিজ ডেস্ক :সিঁথি সাহা। রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেই সমধিক পরিচিত। নিজস্ব গায়কীর জন্যও আলাদা পরিচিতি পেয়েছেন। রবী ঠাকুরের গানের কথার মতোই সুশ্রী মুখের অধিকারী এই শিল্পী কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সিঁথি সাহা বৃহস্পতিবার দুপুরে জানান, গল ব্লাডারে ইনফেকশন হয়েছে। এ কারণে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিকেলেই অপারেশন হবে। তিনি এ সময় তিনি ভক্তদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন। রবীন্দ্র সংগীতের জন্য একাধিক জাতীয় পুরস্কারজয়ী এই কন্ঠশিল্পী ‘প্রজাপতি’ নামের একটি চলচ্চিত্রে প্লেক করেছেন। এছাড়া তিনি লোকসংগীত নিয়েও কাজ করছেন। এ পর্যন্ত এই শিল্পীর চারটি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। বাংলা সঙ্গীতে অবদান রাখার জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে বিশেষ সম্মাননা লাভ করেন।