হোম কোয়ারেন্টাইনে কিভাবে কাটছে সুভার দিনকাল?

0 0
Read Time:2 Minute, 51 Second
শোবিজ ডেস্ক: ১৬ দিন ধরে ঘরে শুয়ে বসে কাটছে নবাগত নায়িকা সুভা। তবে উচ্ছ্বল আর অফুরন্ত প্রাণশক্তির আবেদনময়ী ব্যাঘ্র মেজাজী নবাগত সুভা যেমন বিরক্ত ঘর থেকে বের হতে না পেরে তেমনি অখন্ড এই সময়টা কাটাচ্ছেন কাজেই। সংবাদবিমুখ সুভা কথার ফাঁকে জানালেন বাসায় নিজেকে নানা কাজে ব্যস্ত রেখেছেন। যেমন আমাদের জনপ্রিয় কিছু ছবি এই ফাঁকে দেখে নিচ্ছি, বাসায় বিভিন্ন ধরনের রান্না করছি, গান শুনছি, গলা সাধছি নিয়মিত। এভাবেই সময় কাটছে তার দিন। তিনি বলেন, করোনার কারণে সবার যে অবস্থা আমারও তার ব্যতিক্রম নয়। আপনার হাতে চারটি ছবি এ অবস্থায় কিছুটা ধাক্কা খেলেন কি না এমন প্রশ্নের জবাবে বলেন, কিছুটাতো ধাক্কাই। প্রযোজকের ক্ষতি হলো। তবে সবার যা অবস্থা আমারও তাই। এটা মেনে নিতে হবে। করোনা আক্রান্ত না হলে হয়তো অন্তত দুটি ছবি ডাবিং পর্যন্ত যেতে পারতো। তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা। গানের কি করছেন? সুভা বলেন, মাঝে অনিয়ম করেছি এখন নিয়মিত চর্চা করছি। দেশ করোনা আক্রান্ত না হলে হয়তো এতোদিনে নাচটাও দু চার স্টেপ দিতে পারতাম।
হাতে থাকা ছবিগুলোর কি অবস্থায় আছে? সুভা বলেন, এখন এ নিয়ে আপাতত ভাবছি না। ভাবছি দেশের মানুষের কথা। কিছু। আগেও বলেছি এখনও বলছি এই দুর্যোগ থেকে বাঁচতে ঘরে থাকা ছাড়া উপায় নেই। তবে যারা দিন আনে দিন খায় তাদের প্রতি যেন সরকার আর বিত্তবানেরা পাশে থাকে নইলে পেটে ক্ষুধা নিয়ে মানুষ কয়দিন নিজেকে বন্দি রাখবে? এদিকে শেষেরদিকে রয়েছে সুভা অভিনীত, রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল। এছাড়া মো. আসলাম পরিচালিত সমাধান, বদলা, আমার সিদ্ধান্ত তিন ছবির কাজ তার হাতে। এরমধ্যে সমাধান ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে দেওয়ান নাজমুল পরিচালিত মুক্তিপ্রতিক্ষিত তোকে কত ভালোবাসি ছবিতেও শাহ হুমাইরা শুভাকে দেখা যাবে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %