সাবেক রাষ্ট্র প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ কে ঢাকা কেন্টর্মেন্ট এর সি এম এইচ হসপিটালে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান।
হোসাইন মোহাম্মদ এরশাদের জরুরী রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পান সাইফ।রক্তের গ্ৰুপ মিলে যাওয়াতে দিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। এবং সাইফ খান নিজে থেকে যোগাযোগ করেন হোসাইন মোহাম্মদ এরশাদ এর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর সাথে|প্রথমে রক্তের ক্রসস্মিক্সসিং এর মাদ্ধমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা |
পরবর্তীতে আজ বিকেলে জরুরী ভিত্তিতে সাইফ এর কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করেন সি এম এইচ কর্তৃপক্ষ |
সাইফ খান নিয়মিত রক্ত দান করে আসছেন অনেক বছর।তবে এ প্রথম এতো হাই প্রোফাইল কাওকে তিনি রক্ত দান করলেন।
এ প্রসঙ্গে জিজ্ঞাস করলে সাইফ বললেন তিনি একজন রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়াছেন।আর উনি যখন এতো বড় একজন মানুষ অনুভূতির মাত্রটা ও একটু বেশি হওয়াটা স্বাভাবিক।
দেশবাসীর কাছে সাইফ খান সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্র প্রধান হোসাইন মোহাম্মদ এরশাদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।