বার্সেলোনা থেকে লেভান্তে ধারে খেলছেন ১৮ বছরের জিওভানা কুইরোজ। বার্সা সভাপতির উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে বেশ কিছু অভিযোগ এনেছেন জিওভানা। তিনি দাবি করেছেন, বার্সা থেকে ব্রাজিলের হয়ে খেলতে যাওয়ার সময় তাকে পদে পদে বাধা দেওয়া হয়েছে, অকারণে বন্দী রাখা হয়েছে।
দেশের হয়ে খেলে বার্সায় ফেরার পর তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে।
জিওভানা জানিয়েছেন, বার্সায় খেলতে আসার পর তাকে বেশ ভালোভাবেই স্বাগত জানানো হয়েছিল। কিন্তু দেশের হয়ে খেলতে চাওয়ায় পদে পদে বাধা সৃষ্টি করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে তার বেশ সময় লেগেছিল।
এদিকে জিওভানার অভিযোগের জবাবে বার্সেলোনা জানিয়েছে, ফিফা ও বার্সা এ নিয়ে তদন্ত করেছে। তারা জিওভানার অভিযোগের সত্যতা পায়নি। করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির কাছাকাছি আসায় জিওভানাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
সূত্র : গোলডটকম