শোবিজ ডেস্ক নিউজ:গত ১৩ ডিসেম্বর শুভ মুক্তি পেল মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি। ছবিটিতে জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা অরিন ও চিত্রনায়ক মারুফকে। আর ছবিটির অন্যতম আকর্ষণ আইটেম সংটিতে দেখা যাবে দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত আইটেম পারফর্মার চমক তারাকে। আর এই আইটেম সংটিতে চমক তারার সাথে দেখা যাবে দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিত হাসানকে। ‘নাচতেও জানি,নাচাতেও জানি’ এমন কথার এই আইটেম সংটির কোরিগ্রাফি করেছেন প্রিন্স খান।
নিজের এই আইটেম সংটি প্রসঙ্গে চমক তারা বললেন,’আমি খুবই খুশি কাজটি করতে পেরে। ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু ভাইকে ধন্যবাদ আমাকে এরকম একটি কাজের সুযোগ করে দেয়ার জন্য। আর গানটির কোরিওগ্রাফার ছিলেন নৃত্য পরিচালক প্রিন্স খান ভাই। প্রিন্স খান ভাই দারুণ কোরিওগ্রাফি করেছেন গানটির। সবমিলিয়ে আমার নিজের কাছে মনে হয়েছে এই আইটেম সংটি দর্শকদের বিনোদিত করবে। আর ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটির জন্য রইলো শুভকামনা।’এই ছবিটিতে অরিন,মারুফ ও অমিত হাসান ছাড়াও আরও দেখা যাবে চিত্রনায়িকা পুষ্পিতা পপিকেও।