১৩ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা

0 0
Read Time:2 Minute, 3 Second

 

শোবিজ ডেস্ক:বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে রূপ নিয়েছে। বিভিন্ন দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর প্রকোপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশটির সরকার সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।দেশের সব অফিস-আদালতের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে নাটক ও সিনেমার শুটিং। তাই সব শিল্পীরা ঘরে বসে নিজেদের স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রেখেছেন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী পারসা ইভানা এখন বাসায় নিয়মিত জিম করছেন। সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন।
এই সময়টুকু কিভাবকে কাটাচ্ছেন জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, গত ১৩ দিন ধরে বাসায় আছি, নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। এই সময়টাতে ঘরের কাজ করছি। পাশাপাশি এক্সারসাইজ করছি, আয়নার সামনে দাড়িয়ে অভিনয় প্র্যাক্টিস করছি।তিনি আরও বলেন, এখন আমরা সবাই খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখন কে তারকা কে সাধারণ মানুষ এসব ভাবার সময় নেই; এখন সবাই মানুষ। নিজেরা সচেতন হয়ে অন্যদেরকেও সচেতন করতে হবে। নিজেদের যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন দুইয়ের বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন ইভানা। এরপর নিজেকে নাচের পাশাপাশি অভিনয়ে ব্যস্ত রাখেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %