ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার সিকদার দিপু ১৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করছেন।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি হামিদ আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন বর্তমান কাগজের আলাদা ভাবে শোক প্রকাশ করেন।
শোকে তারা জানান, বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি দিপুর পাশে সর্বক্ষেত্রে ছিলেন। তিনি দিপুকে বাচাঁতে নিজের ফান্ড থেকে আর্থিক সহযোগিতা করেন।
সেই সহযোগিতার সংবাদটি বর্তমান কাগজ প্রচার হয়।
ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন।