0
0
Read Time:1 Minute, 8 Second
রিফাত রাহুল খাঁন: প্রজন্মের ব্যস্ত অভিনেত্রী শান্তা রহমান শোবিজ অঙ্গনের অনন্য নাম। । দীর্ঘ একবছর পর অভিনয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি একটি ডকুফিল্মের শুটিং সম্পন্ন করেছেন। এ ডকুফিল্মে তিনি কর্পোরেট লেডির চরিত্রে কাজ করেছেন। কর্পোরেট সেক্টরে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন।
সম্প্রতি শেষ হল সত্য ঘটনা অবলম্বনে নানজীবা খানের রচনা ও পরিচালনায় পুর্ণদৈর্ঘ্য ডকুফিল্ম ‘দি আনওয়ান্টেড টুইন’-এর শুটিং। এসএমসি নোরিক্স ওয়ান নিবেদিত এই প্রামাণ্যচিত্রটির কো-স্পন্সর জিম’স কালেকশন। প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার। নির্মিত হচ্ছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ব্যানারে।