২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত নেই, দেশে করোনায় আরও একজনের মৃত্যু,

0 0
Read Time:1 Minute, 27 Second

দেশে  আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনভাইরাসে আক্রান্ত হয়ে । এ নিয়ে  পাঁচজন মারা গেলেন এই দেশে ভাইরাসে । তবে  নতুন কোনো রোগী শনাক্ত হয়নি গত ২৪ ঘণ্টায়।

আজ বুধবার পরিচালক মীরজাদী সেব্রিনা  (আইইডিসিআর) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান তনি অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা (আইইডিসিআর) বলেন , আজ সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয়।

মীরজাদী সেব্রিনা জানান, মারা যাওয়া ব্যক্তি ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে আইইডিসিআরে নিয়ে আসা হয়। তাঁর ডায়াবেটিস ছিল। এ ছাড়া হাইপারটেনশনও ছিল।

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কারও শরীরে ভাইরাস শনাক্ত হয়নি। আজ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %