0
0
Read Time:1 Minute, 4 Second
ঝিনাইদহ : ২৫ মার্চ ভয়াল কাল রাত স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মুজিব চত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ কর্মসূচীর আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। শুরুতে দাড়িয়ে দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জলনের সূচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সেসময় কথানের কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান। ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্থানী সামরিক জান্তার নেতৃত্বে বাঙালীর উপর চালানো নিষ্ঠুর গণহত্যার স্মরণে এ আয়োজন বলে জানান আয়োজকরা।