২৫ হাজার কারাবন্দীকে ছেড়ে দিল মিয়ানমার

0 0
Read Time:1 Minute, 25 Second

মিয়ানমারের নতুন বছরে প্রায় ২৫ হাজার বন্দীকে মুক্তি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট। শুক্রবার বন্দীদের মুক্তির কথা থাকলেও শারীরিক পরীক্ষার কারণে সবাই পরিবারের কাছে ফিরতে পারেননি।

মিয়ানমারের কারা-আইনের ৪০১ ধারা অনুযায়ী নতুন বছরে প্রতিবার এভাবে গণক্ষমা করা হয়। দেশটিতে এটি ঐতিহ্যে পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট উইন মিন্ট জানান, ২৪ হাজার ৮৯৬ জন বন্দীকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে। তাদের মধ্যে ৮৭ জন বিদেশি নাগরিক।

দেশটির বিরোধী দলগুলোর অভিযোগ, এই ক্ষমার মাধ্যমে এ বছর শুধু রাজনৈতিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়েছে। কোনো সাধারণ মানুষ মুক্তি পাননি।

 কম সাজার অপরাধীদের মুক্তি দেয়ার পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। একই সঙ্গে যাদের যাবজ্জীবন সাজা ছিল তাদের করা হয়েছে ৪০ বছর।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %