২ চলচ্চিত্রে গ্ল্যামার গার্ল সামিনা বাশার

0 0
Read Time:2 Minute, 24 Second

শোবিজ ডেস্ক  : সুন্দরী, শিক্ষিতা আর স্মার্ট মেয়ে সামিনা বাশার। খুলনার এই মেয়েটি পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে। সেখান থেকে বিবিএ কমপ্লিট করে এসেছেন এই তরুণী। তিনি এখন বাংলাদেশী শোবিজের নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল।জানা যায়, গেলো বছর বি ইউ শুভ পরিচালিত ‘প্রেম ও পরীর গল্প’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করে করে শোবিজে আসেন। এরপর মিজানুর রহমান লাবুর ‘ফেব্রুয়ারি’, ফুয়াদের ‘খুনসুটি’, বি ইউ শুভর ‘নাম প্রকাশে অনিচ্ছুক’সহ বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করে টিভি অভিনেত্রী হিসেবে অল্প সময়েই আলোচনায় চলে আসেন।

টিভি নাটকে অভিনয়ের ধারাবাহিকতায় সামিনা বাশার এবার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। ইতিমধ্যে দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবি দুটি হলো “অপারেশন সুন্দরবন” এবং “উন্মাদ”। এর মধ্যে দীপঙ্কর দীপনের “অপারেশন সুন্দরবন” ছবিতে প্রথমে চুক্তিবদ্ধ হন তিনি। এই ছবি প্রসঙ্গে সামিনা বাশার বলেন, অপারেশন সুন্দরবন ছবিতে আমি গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। খুব শীঘ্রি ছবিটির শুটিং শুটিং শুরু হবে। এই ছবিতে আমার নায়ক টিভি অভিনেতা মনোজ প্রামাণিক।অন্যদিকে গেলো সপ্তাহে এই সুন্দরী আগুয়ান অভিনেত্রী যুগল পরিচালক অপূর্ব-রানার “উন্মাদ” ছবিতে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে এই ছবির শুটিং শুরু হলেও সামিনার কাজ এখনও শুরু হয়নি। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি “উন্মাদ”। এই ছবিতে তার বিপরীতে নায়ক এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %