শোবিজ ডেস্ক:দীর্ঘদিন পর কাজে ফিরলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ তারকা ফারিয়া শাহরিন। এবার তিনি নতুন একটি বিজ্ঞাপনে ‘রান্না ঘরের রাণী’ হয়ে দর্শকদের সামনে আসছেন।বর্তমানে এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে, নির্মাণ করছেন রানা মাসুদ।ফারিয়া শাহরিন জানান: দু’বছর আগে তিনি ভিশন আয়রন মেশিনের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। নতুন করে এবার ‘এসকেবি কুকওয়ার’-এর বিজ্ঞাপনে কাজ করছেন।ফারিয়া বলেন: জিঙ্গেল নির্ভর এ বিজ্ঞাপনে দেখা যাবে আমি রান্না ঘরের রাণী। কম সময়ের মধ্যে বিজ্ঞাপনে দর্শকদের কাছে একটি মেসেজ পৌঁছে দেয়া হয়েছে। কাজটি করতে পেতে আমি তৃপ্তি পেয়েছি।দীর্ঘদিন উচ্চশিক্ষার কারণে মালয়েশিয়াতে ছিলেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন। এখন স্থায়ীভাবে দেশেই থাকবেন। আগের মতো নিয়মিত কাজ করবেন। বললেন, বিজ্ঞাপনে বেশি কাজ করতে চাই।ফারিয়া অভিনীত এ বিজ্ঞাপনের জিঙ্গেল লিখেছেন নির্মাতা রানা মাসুদ এবং কণ্ঠ দিচ্ছেন স্বরবর্ণ ব্যান্ডের নোবেল। নির্মাতা জানান: রোববার এফডিসিতে শেষদিনের মতো শুটিং চলছে। দু’বছর আগে ফারিয়া শাহরিন আমার নির্দেশনায় মিনা বাজারের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার নতুন বিজ্ঞাপনে কাজ করলেন।আগামী মাসেই বিভিন্ন টিভিতে এটি প্রচার হবে। ‘এসকেবি কুকওয়ার’-এর তিনটি পণ্যের বিজ্ঞাপন নির্মিত হচ্ছে। ডিওপি হিসেবে আছেন রিংকন খান। নির্মাতা রানা মাসুদ জানালেন: বিজ্ঞাপনগুলোর মধ্যে কুকওয়ারের কাজ করছেন ফারিয়া শাহরিন।২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। বিশেষ করে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ।
২ বছরপর নতুন বিজ্ঞাপনে ফারিয়া শাহরিন
Read Time:2 Minute, 53 Second