শকিব খানের জন্মদিনে খবর এলো তার নতুন সিনেমার। শাকিব খানকে নিয়ে পরিচালক হিমেল আশরাফ নির্মাণ করতে যাচ্ছেন ‘রাজকুমার’ নামের চলচ্চিত্র। পরিচালক ও নায়ক দুজনেই এখন অবস্থান করছেন আমেরিকায়। সেখানেই শুটিং হবে সিনেমাটির।
এই সিনেমায় দেখা যাবে আমেরিকান নায়িকা। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটা আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।
এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান। ২০১৭ সালে ছবির নাম ঘোষণার কিছুদিন পর জানা যায়, এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তারপর কেটে গেছে পাঁচ বছর প্রায়। ‘প্রিয়তমা’ নিয়ে আর মাঠে নামা হয়নি শাকিব-হিমেলের। এবার নতুন ছবি রাজকুমার ঘিরে তাই তৈরি হয়েছে প্রশ্ন। হিমেল আশরাফ কি পারবেন ছবিটি শেষ করতে? এমনই গুঞ্জন সিনে অঙ্গনে।
‘সুলতানা বিবিয়ানা’র পর প্রায় ছয় বছর ধরে বেকার এই পরিচালক।
সংগত কারণে শাকিব ভক্তরাও প্রিয় তারকার নতুন সিনেমা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন। তাদের মন্তব্য, ‘একজন পরিচালক গেল পাঁচ বছরে শাকিব খানকে নিয়ে বহুবার সিনেমার ঘোষণাসহ নানা কারণে আলোচনায় এসেছেন। ফলাফল শূন্যে থেকে গেছে। ছবি শেষ না হওয়া পর্যন্ত খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই। ’
অনেকে ভাবছেন, আমেরিকায় বসে সিনেমা বানালেই সেটি আন্তর্জাতিক মানের হবে এই ধারণা থেকে যদি ‘রাজকুমার’ তৈরি হয় তবে হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। আন্তর্জাতিক মানের সিনেমার জন্য প্রয়োজন দক্ষ একজন ক্যাপ্টেন ও টিম। যা আপাতত এই ছবির ক্ষেত্রে আভাস মিলেনি। সেইসঙ্গে ‘আমেরিকার নায়িকা’- এই প্রচারে দর্শকের নজর কেড়ে আনাড়ি কাউকে শাকিবের বিপরীতে দাঁড় করানো হবে সেই আশঙ্কাও করছেন অনেকে। এসব বিষয়ে শাকিব ও হিমেল বেশি মনোযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।