0
0
Read Time:1 Minute, 15 Second
ভারসাম্যহীন মা শ্রাবন্তি জবাই করে হত্যা করেছেন নিজের ৯ মাসের ছেলে মেহেদী ওরেফে মেহেবকে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর হরিণটানা থানা এলাকায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে। পুলিশ শিশুটির মাকে গ্রেফতার করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে হরিণটানা থানার রায়ের মহল মোল্লাপাড়া গলির বাসিন্দা জামাল হোসেনের স্ত্রী শ্রাবন্তি নিজের দুধের শিশু মেহেদীকে জবাই করে হত্যা করে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়।
এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।