ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব.
আন্তর্জাতিক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা শেহবাজ শরিফ।
অনাস্থা ভোটের প্রস্তাবটি তোলার পর এর পক্ষে থাকা এমপিদের সংখ্যা গণনার জন্য তাদের দাঁড়াতে বলেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি।
বহুল প্রত্যাশিত এ অধিবেশন শুরু হওয়ার পর ২৬ তম এজেন্ডায় অনাস্থা প্রস্তাব আনা হয়।
ইমরান খানের উপর আনীত অনাস্থা প্রস্তাব রেজুলেশন হিসেবে গৃহীত হবে কিনা তা নিশ্চিত করার জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর ডেপুটি স্পিকার ঘোষণা করেন, ১৬১ জন সংসদ সদস্য প্রস্তাবটি পেশ করার পক্ষে ভোট দিয়েছেন। পরে অনাস্থা প্রস্তাব উপস্থাপনের অনুমতি দেন।