প্রযোজক ওঅভিনেতা নজরুল রাজ হোম কোয়ারেন্টাইনে ঘরে বসে সময় কাটাচ্ছেন। এই দুর্যোগ এর সময় তিনি দেশের এই সংকট মুহূর্তে নিজ অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন বলে জানিয়েছেন।
জনকল্যাণ মূলক একটি প্রতিষ্ঠান গিভ হ্যান্ড এর প্রধান বলেছেন ,
আমাদের COVID-19: Food for Family program কে আরো সফল্যমন্ডীত করেছেন “নজরুল রাজ” ভাই। তিনি এবং তার প্রতিষ্ঠান “রাজ মাল্টিমিডিয়া” আমাদের ফান্ডে অনেক আর্থিক সহয়তা প্রদান করেছেন।
আগামীকাল তার উপস্থিত থাকার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে তিনি গিভ হ্যান্ড (Give A Hand) এর সাথে সবসময়ই থাকবেন বলে জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।
কোভিড-১৯ করোনাভাইরাসের প্রভাব এখন সর্বত্র। বাদ যায়নি বাংলাদেশও। লকডাউনের ঘোষণা সাধারণ ছুটিতে সবাই এখন অবস্থান করছেন নিজ ঘরে।বন্ধ রয়েছে নাটক-সিনেমার শুটিং।
নির্মাতা প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা শুটিং থেকে বিরত আছেন। সবাই এখন গৃহবন্দি বলা যায়। সময় কাটাবার জন্য অবলম্বন করছেন বিভিন্ন পন্থা।দেশের জনপ্রিয় নির্মাতা প্রযোজক অভিনেতা নজরুল রাজ ও ঘরে বসে সময় কাটাচ্ছেন।
তিনি আরও বলেন, বাড়িতে বসে ঘরের কাজে সাহায্য করছেন । ‘কাজের লোকদের ছুটি দেয়া হয়েছে।সরকার যতদিন লকডাউনের ঘোষণা থাকবে তিনি আইন কানুন মেনে নিজ ঘরএই অবস্থান করবেন। সকলকে বাসায় থাকার আহবান জানিয়েছেন।