0
0
Read Time:57 Second
শোবিজ ডেস্ক: আজ বিশ্ব মা দিবস। মা কথাটি অতি ছোট্র কিন্ত তাহার চেয়ে নাম যে মধুর এিভুবনে নেই। মা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের শ্রেষ্ঠ জায়গা। মা শাশ্বত ; চিরন্তন। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। অর্থে অনবদ্য। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর একমুখ। মা দিবসে মাকে নিয়া স্মৃতিচারণ করেছেন তরুণ সংগীতশিল্পী স্মরণ। আমার কাছে মনে হয়, পৃথিবীর প্রতিটি মা শক্তিময়ী। সন্তানের প্রতিটি অনুভূতি কীভাবে যেনো বুঝে নেন তাঁরা। প্রতিটি মায়ের সুস্থতা কামনা করছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি।