0
0
Read Time:1 Minute, 29 Second
মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : রুহিয়ায় বেশী দামে রাসায়নিক সার বিক্রির দায়ে উত্তরা বাজারের শাকিব ট্রেডার্স এর মালিক বাবু হোসেন(২৭) কে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়। ১০ আগষ্ট বুধবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উক্ত বাবু হোসেন রুহিয়া থানার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, সরকারি দামের চেয়ে বেশি নেওয়ার কোন সুযোগ নেই, আমন মৌসুমে সাধারণ কৃষকের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করার দায়ে অভিযুক্ত সার ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন জনসার্থে এই অভিযান চলমান থাকবে।