শোবিজ ডেস্ক :ইরা শিকদার “সমাধান ” চলচ্চিত্রের আইটেম গানের শুটিং সফলভাবে শেষ করলেন আজ। গানের মূল আকর্ষণ ছিলেন ইরা শিকদার। গানটির দৃশ্যায়নে কঠোর পরিশ্রম করলেন পরিচালক মোঃ আসলাম ও কোরিওগ্রাফার সাইফ খান কালু। সিনেমার কাজ শেষ হলেই খুব দ্রুত রিলিজ দেয়া হবে প্রেক্ষাগৃহে। তবে আইটেম গানের ব্যপারে এফএম নিউজকে ইরা শিকদার জানান, এটা হয়তো চার পাঁচ মিনিটের গান কিন্তু এই চার-পাঁচ মিনিটের জন্য কি পরিমাণ শ্রম দিতে হয় তা দর্শকের অজানা। সেখানে যদি হয় আইটেম সং তাহলে তো চ্যালেঞ্জ আরো বেড়ে যায়। অনেক সময় এই একটি আইটেম সংয়ের কারণে সিনেমা হিট হয়ে যায়। আমার অনুভুতি, আজকে আমি যে গানটির শুটিং শেষ করলাম এটি ঠিক সেই মাপের একটি গান। আমি আশা করি দর্শক “আমি 440 ভোল্ট” এই শিরোনামের গানটি ও গানের নৃত্য লুফে নিবে ইউটিউবে রিলিজ হওয়ার সাথে সাথে। সেই সাথে সিনেমার অটো একটি প্রমোশনও হয়ে যাবে। বাকিটা দর্শকদের মতামত উপর ছেড়ে দিলাম।উল্যেখ্য, ইরা শিকদার এর আগেও কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেছেন। তবে এর আগে তিনি মিজানুর রহমান মিজানের মিলন সেতু সিনেমায় আইটেম সংয়ে কাজ করেছেন । তারপর নাটক-বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে ব্যস্ত আছেন অনেক দিন যাবৎ। হঠাৎ করেই সেই ধারাবাহিকতা ভেঙ্গে সবাইকে চমকে দিলেন এই আইটেম সংয়ের মধ্যদিয়ে।
440 ভোল্টে ইরা শিকদারকে লুফে নিবে দর্শক!.
Read Time:2 Minute, 6 Second