ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপনের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঢাকা ২০৪০’ যার মহরত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে সিনেমাটির জমকালো মহরত আয়োজন হয়।
উদ্ধবোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পি চৌধুরী, নুসরাত ফারিয়া,নুসরাত ইমরোজ তিশা, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। আরও উপস্থিত ছিলেন চলচ্চটির প্রযোজক সনেট কুমার সাহা।মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি আমি সপরিবারে দেখেছি। আমাদের চলচ্চিত্রের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। সময়ের ক্রান্তিকালে বাংলাদেশের চলচ্চিত্র বলিষ্ঠ ভূমিকা রাখছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদের চলচ্চিত্রটি আরও এগিয়ে যাবে। সিনেমাটির নাম দেয়া ঢাকা ২০৪০। মানে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪০ এর আগের বছর। সেইরকম উন্নত এক নগরী ফুটে উঠবে সেটাই প্রত্যাশা।
কেমন হবে ভবিষ্যতের ঢাকা? এই প্রশ্নের উত্তর নিয়ে নির্মিত হচ্ছে গল্পনির্ভর চলচ্চিত্র ‘ঢাকা ২০৪০’। আর এ ছবি নির্মাণ করছেন ’ঢাকা অ্যাটাক’ ছবির বহুল আলোচিত নির্মাতা দীপংকর দীপন।
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। ‘ঢাকা ২০৪০’ ছবিতে নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশা।
ছবিটি বাংলাদেশের জন্য একেবারে অভিনব। ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা। ছবিটির গল্প অপরাধ বিষয়ক সাংবাদিক হাবিব রহমান ও পরিচালক দীপনের দীর্ঘ দিনের লালিত, এরপর বেশ যত্ন নিয়ে গল্পটির চিত্রনাট্য করা হয়েছ।