তারকাদের মিলনমেলায় “রাজ মাল্টিমিডিয়া”উদ্ভোধন

0 0
Read Time:2 Minute, 43 Second

জমকালো আয়োজনে গত ৬ জুলাই শুভ উদ্বোধন হয়েগেল রাজ মাল্টিমিডিয়ার লোগো উন্মোচন অনুস্ঠান , এতে দেশের বিশিস্ট ব্যাবসায়ি এবং চলচিত্র নায়ক ,নায়িকা উপস্হিত ছিলেন ।

প্রধান অতিথি হিসাবে রংধনু গ্রুপ এর চেয়ারম্যান রফিক সাহেব ফিতা এবং কেক কেটে লোগো উন্মোচন করেন ।

রাজ মাল্টিমিডিয়া কর্নধার নজরুল রাজ বলেন , গত রোজার ঈদ এ তার প্রডাকশন হাইস থেকে ৪৫ টি নাটক বানানো হয় । যা আমাদের দেশের টিভি চেনেল গুলাতে চলে ।

কোরবানীর ঈদ কে সাথে রেখে তিনি বলেন ৩৫ টি নাটক এবং ৩ টি ছবি নির্মান এর কাজ তিনি হাতে নিয়েছেন যা এই কোরবানির ঈদ এ দর্শকদের উপহার দেবন।

তিনি একজন সফল ব্যাবসায়ি এবং এফ বি সি সি আই এর একজন সদস্য ।

নজরুল রাজ একজন সফল ব্যবসায়ী  এবং এফ বি সি সি আই এর একজন সদস্য , প্রযোজক , রাজনীতিবীদ ও অভিনেতা। বর্তমান প্রজন্মের অন্যতম অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ। শোবিজ অঙ্গনের এক অনবদ্য নাম।

এ মোড়ক উন্মোচন প্রসঙ্গে অভিনেতা নজরুল রাজ বলেন; আমার এ রাজ মাল্টিমিডিয়া থেকে মান সম্মত নাটক; টেলিফিল্ম বানাবো। মিডিয়াকে আপন মহিয়া দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। শিল্পকে ভালোবেসেই মিডিয়া করেছি। সকলের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। আশা করব , মিডিয়াতে রাজ মাল্টিমিডিয়া কাজের দ্বারা মাইলফলক হয়ে থাকবে।

এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন লাক্স তারকা মৌসুমী হামিদ; সারাকা মজুমদার ; মডেল ও অভিনেতা ইমতু রাতিশ; মডেল ও অভিনেত্রী রাণী আহাদ; মডেল ও অভিনেত্রী প্রিমা;অভিনেত্রী স্বাগতা; উপস্থাপক দেবাশীষ বিশ্বাস;সাংবাদিক মনি ইমরান হাসান , সাংবাদিক দেওয়ান হাবিবসহ মিডিয়ার একঝাঁক তারকা। উল্লখ্য নজরুল রাজ বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৭-২০১৮ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেছে

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %